ঈদে বড় পর্দায় থাকছেন না ১০ তারকা


এবারের ঈদে ১০ জনপ্রিয় তারকা ডিপজল, শাবনূর, পপি, পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌস, আমিন খান ও কাজী মারুফকে বড় পর্দায় নতুন কোন ছবি নিয়ে দেখা যাবে না। দেখা যাবে না আগুয়ান নায়ক ইমন ও নায়িকা রেসীকে। এই ১০ তারকার নতুন কোন ছবি ঈদে মুক্তি পাচ্ছে না। তবে সামপ্রতিক সময়ের সফল ছবি ‘গার্মেন্টস কন্যা’ নিয়ে পপি ইমন থাকবেন দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে। বরাবরের মতো এবারের ঈদেও সারাদেশে থাকবে নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের আধিপত্য। এবারের ঈদে ৫টি নতুন ছবি মুক্তির সম্ভাবনা তার রয়েছে। ছবিগুলো হচ্ছে ‘প্রিয়া আমার জান’, ‘কিং খান’, ‘আদরের জামাই’, ‘এক টাকার দেনমোহর’ ও ‘বস নাম্বার ওয়ান’। পাশাপাশি থাকবে সমপ্রতি মুক্তিপ্রাপ্ত ‘মনের ঘরে বসত করে’ এবং গেল রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো। বলা যায়, দেশের অর্ধেকেরও বেশি প্রেক্ষাগৃহ থাকবে শাকিব খানের দখলে। তার কল্যাণে সমান সুযোগ ঘটবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভাগ্যে। শাকিবের সঙ্গে সাহারা ও নিপুণের একটি করে ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রিয়দর্শিনী তারকা মৌসুমীকে এবারের ঈদে সারাদেশের বেশ কয়েকটি অভিজাত প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘প্রজাপতি’ ছবিটি নিয়ে। তবে সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক এবং বড় মাপের প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের সিদ্ধান্ত। সামপ্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনায় ডিপজল বিনামেঘে বজ্রপাতের মতো চলচ্চিত্র জগত ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু এই ঘোষণা দেয়ার আগে তিনি নিজস্ব প্রযোজনার ‘ছোট্ট সংসার’ ছবিটি ঈদে মুক্তি দেয়ার ঘোষণা দিয়ে সম্পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করেছিলেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ছোট্ট সংসার’ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সনদপত্র, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অনুমোদন নিয়ে মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎ করেই তার চলচ্চিত্র জগত ছেড়ে দেয়ার সিদ্ধান্ত এবং ‘ছোট্ট সংসার’ ছবিকে ঈদের প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নেয়ায় নতুন সংকট দেখা দিয়েছে। ফলে নিশ্চিত হয়ে গেছে ঈদে নতুন কোন ছবিতে ডিপজলকেও দেখা যাবে না। দেখা যাবে না কাজী মারুফ ও রেসীকেও। শাবনূর, পপি, পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌস, আমিন খান, কাজী মারুফ ইমন ও রেসীদের নতুন ছবি নিয়ে ঈদ উৎসবে বড় পর্দায় দেখা না যাওয়ায় শাকিব খানের একক আধিপত্যের বিষয়টি দিনের আলোয় মতো স্পষ্ট হয়ে গেছে। তবে নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা করতে শাকিব খানের কেমন লাগবে সেটা নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীরা ভাবনার মধ্যে রয়েছেন।

No comments:

Post a Comment