জোনাকির আলো

আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ইমন ও বিদ্যা সিনহা মীম অভিনীত ছবি ‘জোনাকির আলো’। বরেণ্য  চিত্রশিল্পী  এসএম সুলতানের  শিশুদর্শনকে কেন্দ্র করে এটি নির্মাণ করেছেন খালিদ মাহমুদ মিঠু।

এতে আরও অভিনয় করেছেন কল্যাণ, দিতি, মিতা চৌধুরী, তারিক  আনাম  খান, করভী মিজান, গাজী রাকায়েত, মাসুদ  আলী  খান  ও শিশুশিল্পী  ফারহান। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আগুন, পড়শী, কণা, ইবরার টিপু, হায়দার হোসেন ও ন্যান্সি। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, ইবরার টিপু, সাদ ও হায়দার হোসেন। গান লিখেছেন রফিকুজ্জামান, জুয়েল মাহমুদ, ইউসুফ আল মামুন ও কবির বকুল। ইতোমধ্যে ছবিটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যুক্তরাষ্ট্রের ট্রাইব্যাকা ও ফ্লোরিডা এবং ভারতের জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

‘দেহ’ পপিরই থাকছে

‘দেহ’ শেষ পর্যন্ত পপিরই থাকছে। অর্থাৎ সালমান হায়দার পরিচালিত ‘দেহ’ ছবিটিই নির্মিত হবে কপিরাইটের নিবন্ধন অনুযায়ী। আরেক পরিচালক রেজাউর রহমান সবুজ ‘দেহ’ নাম থেকে নিজেকে সরিয়ে নেয়ার চিন্তা-ভাবনা না করলেও তার ছবির নায়িকা অমৃতা খান শেষ পর্যন্ত এ ছবিতে অভিনয় না-ও করতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, একজন নতুন নায়িকা হিসেবে তিনি কোন বিরোধে জড়াতে চান না। তাছাড়া ‘দেহ’ ছবিটি যে অন্য একজন পরিচালক বানাবেন এবং সেটাতে পপির মতো তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অভিনয় করবেন এটা তার জানা ছিল না। মানবজমিন-এ ‘দেহ’ নিয়ে কাড়াকাড়ি শীর্ষক প্রতিবেদন পড়ার পর অমৃতা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। যদিও পরিচালক সবুজ তাকে জানিয়েছেন ‘দেহ’ নাম ছাড়া অন্য কিছুর সঙ্গে ছবির কোন মিল নেই। এরপরও আশ্বস্ত হতে পারছেন না অমৃতা। তিনি ‘গেইম’ এবং ‘অন্তরে অন্তরে’ ছবি দুটি নিয়েই আপাতত ভাবতে চান। সূত্রটি আরও জানিয়েছে, যেহেতু কাগজে কলমে ‘দেহ’ ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ হননি সেহেতু ‘দেহ’ নামে ছবি করতে তিনি আগ্রহ পাচ্ছেন না। শেষ পর্যন্ত ছবিটি তিনি ছেড়ে দিলেও অবাক হওয়ার মতো কিছুই ঘটবে না। অমৃতা খানের এই মনোভাব পরিচালক সালমান হায়দারের কানে পৌঁছানোর আগেই তিনি জানিয়েছেন, সহসাই গান মহরতের মাধ্যমে ‘দেহ’ ছবির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তিনি। আর এই ছবির নাম ভূমিকায় পপিই থাকছেন। এ প্রসঙ্গে পপি বলেন, আমি ‘দেহ’ নামের ছবিতে অভিনয় করার জন্য অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি এবং চিত্রনাট্য পড়ে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। হঠাৎ অন্য কারোর ‘দেহ’ নামে ছবি নির্মাণের খবরে একটু অবাকই হয়েছিলাম। তবে যেহেতু পরিচালক সালমান হায়দারের কাছে কপিরাইটের কাগজ আছে, সেহেতু নিশ্চিত ছিলাম ‘দেহ’ ছবিটি যখনই হবে তখনই এর নায়িকা আমি থাকবো। কারণ, পরিচালক সালমান হায়দার ছাড়া আর কেউই এই ছবি থেকে আমাকে বাদ দিতে পারবে না। মোটকথা, ‘দেহ’ আমারই থাকছে।

দীর্ঘ প্রতীক্ষার পর বিন্দু

দীর্ঘ প্রতীক্ষাই বলা যায়। শাকিব খান ও বিন্দু জুটিবদ্ধ হয়ে পাঁচ বছর আগে ছবির শুটিং শুরু করেছিলেন। নানা প্রতিবন্ধকতা পার হয়ে আসছে ডিসেম্বরে তাদের অভিনীত ‘এই তো প্রেম’ ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। বলা যায়, এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তারা। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অমিত হাসান। এ প্রসঙ্গে পরিচালক বলেছেন, খুব শিগগিরই ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে। এটি বিজয় দিবসে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। সেভাবেই আমরা সব কাজ এগিয়ে নিচ্ছি। শাকিব খান বলেন, অনেক দিন আগেই ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে ছবির কাজ শেষ হতে বিলম্ব হয়েছে। তবে ছবিটি সবার কাছে ভাল লাগবে। বিন্দু জানান, ‘এই তা প্রেম’ পুরোপুরি মুক্তিযুদ্ধের গল্পনির্ভর হওয়ার কারণে দীর্ঘ সময় নিয়ে শুটিং করতে হয়েছে। কারণ, মুক্তিযুদ্ধের টানা ৯ মাসের ঋতুভিত্তিক বিভিন্ন চিত্র এ ছবিতে তুলে ধরতে হয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ছবির কাজ শেষ করতে পেরেছি। আশা করি, ছবিটি দর্শকদের ভাল লাগবে। ছবির গল্প সম্পর্কে জানা যায়, বিন্দু গ্রামের সহজ-সরল মেয়ে মাধবীর চরিত্রে অভিনয় করেছেন। মাধবীর রূপ আর চঞ্চলতা একই গ্রামের ছেলে সূর্যকে (শাকিব খান) মুগ্ধ করে। অতঃপর তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এরপরই শুরু হয় নানা টানাপড়েন। ২০০৯ সালের শেষের দিকে এ ছবির গানের অ্যালবাম বাজারে এসেছিল। এ অ্যালবামে হাবিব এবং ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এদিকে, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর বিন্দু তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর তার আরও দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো- ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ এবং ‘জাগো’। তবে আপাতত বিন্দু চলচ্চিত্র থেকে কিছুটা দূরে রয়েছেন। বর্তমানে তিনি কোরবানির ঈদের নাটক- টেলিছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন।

ববির প্রথম ঈদ

প্রথমবারের মতো ঈদ প্রতিযোগিতায় আসছেন ঢালিউডের সুপার হট নায়িকা ববি। কোরবানির ঈদে পর্দায় তার উপস্থিতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ছবির নাম ‘ফুল অ্যান্ড ফাইনাল’। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এ ছবিতে তার বিপরীতে নায়ক শাকিব খান। শাকিব-ববি জুটির প্রথম ছবি এটি। হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন তাপসী ঠাকুর। ববি বলেন, বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। ঈদের মতো বড় ফেস্টিভ্যালে আমি দর্শকের সামনে উপস্থিত হবো। দর্শক তাদের আনন্দ আমার সঙ্গে ভাগ করে নেবেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। সেই সঙ্গে সময়ের সেরা নায়ক তো আমার সঙ্গে রয়েছেই। ইফতেখার চৌধুরীর ‘খোঁজ-দ্য সার্চ’ ছবির নায়িকা হয়ে বড়পর্দায় অভিনয়ে আসেন ববি। ছবিতে ববির নায়ক ছিলেন অনন্ত। এরপর চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘দেহরক্ষী’ ছবিতে ববির নায়ক ছিলেন কাজী মারুফ ও আনিসুর রহমান মিলন। এরপর শাকিব খানের সঙ্গে মুক্তি অপেক্ষায় আছে ‘ফুল অ্যান্ড ফাইনাল’। এ নায়কের বিপরীতে ববি বর্তমানে আরও একটি ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘রাজত্ব’। সহসাই শুরু হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘সালাম মালয়েশিয়া’ রাজত্ব। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ববি বলেন, শুধু শাকিব খান নয়। বর্তমানে আমি সময়ের নায়ক বাপ্পী, ইমন, নিরব, সাইমন ও মিলনের সঙ্গেও জুটি হয়ে  অভিনয় করছি। যে কোন নায়কের সঙ্গে জুটি হয়ে অভিনয়ে আমার কোন সমস্যা নেই। শুধু আমি চরিত্র চাই। রাজু চৌধুরীর পরিচালনায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবিতে ববির নায়ক বাপ্পি। ‘না বলা ভালোবাসা’ ছবিতে ববির নায়ক ইমন ও নিরব। ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’-তে আনিসুর রহমান মিলন ও বাপ্পি। শফিক হাসান পরিচালিত ‘স্বপ্নছোঁয়া’ ছবিতে নায়ক সাইমন। ববি বলেন, আরও প্রচুর কাজের অফার আসছে। কিছু কাজ নিয়েতো ব্যস্ত আছিই। হাতে আরও ছয় সাতটা ফিল্ম আছে। বেছে বেছে ভাল কাজগুলো করতে চাই।

আগে মাসে প্রতিদিন কাজ করতাম এখন একদিন করি

বেকারত্বের দুঃসহ যন্ত্রণা ভাগ করতে গিয়ে এক সময়ের ব্যস্ত এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার এক ঘনিষ্ঠজনের কাছে আক্ষেপ করে বলেছেন, আগে মাসে প্রতিদিন কাজ করতাম, এখন একদিন করি। ব্যস্ততার তফাৎটাই এটা। বেশ কষ্টের সঙ্গে অপু বিশ্বাস বলেন, আসলেই চলচ্চিত্রের মানুষকে বোঝা মুশকিল। ব্যস্ততা থাকলে চারপাশে কত না লোকজন ঘুর ঘুর করে। আর এখন কেউ একটা খোঁজ পর্যন্ত নেয় না। তবে স্বস্তির সঙ্গে অপু এও বলেছেন, কম সময়ে কাজও তো আর কম করলাম না। মাত্র ১০ বছরে ৫০টির বেশি ছবিতে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে। প্রশংসা, জনপ্রিয়তা, খ্যাতি- সবই পেয়েছি। সময়ের কারণে শুধু আমার একার নয়, অনেকেরই ব্যস্ততা কমে গেছে। আমি এটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি। সময় হলে আবার ব্যস্ত হয়ে উঠবো। অপু বিশ্বাস বলেছেন, প্রতিদিনই ছবির অফার আসে, কিন্তু পছন্দ হয় না। কার সঙ্গে অভিনয় করবো? গল্প কোথায়? এই দুটো কথা ভেবে অফারগুলো গ্রহণ করা সম্ভব হয় না। তবে আমি ভাল আছি। পরিবারকে সময় দিতে পারছি। অনেকটা বছর তাদেরকে সময় দিতে পারিনি। হাতে যে ছবিগুলো আছে সেগুলোর কাজ শেষ করছি। বিজ্ঞাপনচিত্রের মডেলিংও করছি। কাজ নিয়ে আমার কোন দুঃখ নেই। আমি ভাল আছি, বেশ আছি।

চলচ্চিত্রে অভিষেক ঘটছে মডেল ববির

এই প্রথম একক নায়িকা হিসাবে অভিষেক ঘটছে মডেল ববি'র। 'দেহরক্ষী' চলচ্চিত্রের মাধ্যমে একক নায়িকা হিসাবে অভিষেক ঘটছে এই মডেলের। চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে ববি বলেন, 'শোবিজে এসেছি আমি চলচ্চিত্রকে টার্গেট করেই। সেই লক্ষ্যেই এগুচ্ছি। এখন অন্যান্য কাজের পাশাপাশি নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। এরই মধ্যে বেশ কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্রের সাথে চুক্তিও করেছি। খুব শিগগিরই দর্শকরা তা জানতে পারবেন। আর 'দেহরক্ষী' ছবিটি নিয়ে শুধু বলবো, পরিপূর্ণ বিনোদনের চলচ্চিত্র এটি। নাচ-গান আর দুর্দান্ত ফাইটিং এনিমেশনের চলচ্চিত্র এটি।' আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। ত্রিভুজ প্রেমের এই ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ।