skip to main |
skip to sidebar
বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআইআই)-এর বাংলাদেশের পক্ষ থেকে নিয়োজিত শুভেচ্ছা দূত খ্যাতিমান চলচ্চিত্রাভিনেত্রী ববিতা। সেখানে ডিসিআইআই’র সঙ্গে বিভিন্ন শহরে কাজ করার পাশাপাশি ডিসিআইআই’কে বাংলাদেশের নড়াইলের চরবালিদিয়ায় একটি হাসপাতাল করার প্রস্তাব দিলে তারা ববিতার সে প্রস্তাব সাদরে গ্রহণ করেন এবং দেশে ফিরে তাকে হাসপাতাল করার পূর্ণ পরিকল্পনা দাঁড় করাতে বলেন। উল্লেখ্য, তিন বছর আগে ববিতা ও তার বড় বোন সুচন্দা তাদের নানার বাড়ি নড়াইলের চরবালিদিয়ায় বেড়াতে যান। চরবালিদিয়ার সাধারণ মানুষ চিকিৎসা অবহেলায় মৃত্যুর মুখোমুখি হন বিধায় সেখানে একটি হাসপাতাল করার ইচ্ছা প্রকাশ করেন তারা। সাধারণ মানুষও তাদের এ পরিকল্পনার কথা শুনে খুব খুশি হন।
No comments:
Post a Comment