মুক্তি নিয়ে জটিলতায় পড়েছে শ্রোতা-দর্শক কাঙ্ক্ষিত আলোচিত চলচ্চিত্র ‘প্রজাপতি’। কথা ছিল ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জসহ সারাদেশে একযোগে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। হতাশার খবর হলো, চলচ্চিত্রটি এই ঈদে মুক্তি পেলেও সীমাবদ্ধ থাকতে হচ্ছে মাত্র দু’টি প্রেক্ষাগৃহে। একটি সিনেপ্লেক্স, অন্যটি বলাকা। প্রিন্ট হওয়ার কথা ছিল অন্তত এক ডজন। সেখানে প্রিন্ট হয়েছে মাত্র তিনটি। এর মধ্যে দু’টি প্রিন্ট চলবে বসুন্ধরাস্থ স্টার সিনেপ্লেক্সের দু’টি হলে আর বাকিটি চলবে নিউমার্কেটস্থ বলাকা প্রেক্ষাগৃহে। অন্যদিকে কথা ছিল ‘প্রজাপতি’র পরিবেশনায় থাকবে চলচ্চিত্রাঙ্গনের অন্যতম পরিবেশক মনোয়ার হোসেন ডিপজলের ‘অমি-বনি কথাচিত্র’। শেষ পর্যন্ত অমি-বনিও সরে দাঁড়িয়েছে পরিবেশনার দায়িত্ব থেকে। মুক্তির আগেই গান ও গল্প নিয়ে ব্যাপক আলোচিত এ চলচ্চিত্রটি এরই মধ্যে মুখ থুবড়ে পড়েছে দর্শক চাহিদার বিপরীতে। তৈরি হয়েছে নানামাত্রিক জটিলতা। এ নিয়ে ব্যাপক বিপাকে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি তার প্রথম চলচ্চিত্র। ‘প্রজাপতি’ নিয়ে এহেন জটিলতা প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, জীবনের প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’। অনেক স্বপ্ন ছিল। সে হিসেবে পরিকল্পনা করে এগিয়েছি গেল দু’টি বছর। সাধ্যমতো চেষ্টা করেছি। এরই মধ্যে গান থেকে সফলতা পেয়েছি আকাশচুম্বী। এক সপ্তাহ আগেও সবকিছু ঠিকঠাক ছিল। অথচ মুক্তির আগে আগে তীরে এসে তরীটা প্রায় ডুবতে বসেছে। এ নিয়ে ভীষণ মন খারাপ। রাজ আরও জানান, প্রজাপতির প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে এ জটিলতা সৃষ্টি হয়েছে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিল এনটিভি। আর প্রযোজক ছিলেন এনায়েতুর রহমান বাপ্পী। সমপ্রতি এনায়েতুর রহমান বাপ্পী এনটিভি ছেড়ে গড়ে তোলেন আরেকটি নতুন স্যাটেলাইট টিভি স্টেশন চ্যানেল নাইন। এখন ‘প্রজাপতি’র প্রযোজক আর প্রযোজনা প্রতিষ্ঠানের অংশীদারিত্ব এবং অনুমোদন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মূলত এ কারণেই ‘প্রজাপতি’ ব্যাপক আকারে একযোগে সারাদেশে মুক্তি পাচ্ছে না। এদিকে প্রজাপতির নির্মাতা আরও বলেন, আমার হাতে যে তিনটি প্রিন্ট আছে সেটি দিয়ে আপাতত নিজ উদ্যোগে চলচ্চিত্রটি মুক্তি দিচ্ছি। মুক্তি উপলক্ষে করছি না কোন অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। এ নিয়ে নতুন করে আর কিছু ভাবছি না। এর মধ্যে প্রযোজনা জটিলতা মিটে গেলে কিছু হবে, না হলে হবে না। এখন আমি আমার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে ভাবছি। আশা করছি শিগগিরই ঘোষণা দেবো।‘প্রজাপতি’ মুক্তি নিয়ে জটিলতায়
মুক্তি নিয়ে জটিলতায় পড়েছে শ্রোতা-দর্শক কাঙ্ক্ষিত আলোচিত চলচ্চিত্র ‘প্রজাপতি’। কথা ছিল ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জসহ সারাদেশে একযোগে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। হতাশার খবর হলো, চলচ্চিত্রটি এই ঈদে মুক্তি পেলেও সীমাবদ্ধ থাকতে হচ্ছে মাত্র দু’টি প্রেক্ষাগৃহে। একটি সিনেপ্লেক্স, অন্যটি বলাকা। প্রিন্ট হওয়ার কথা ছিল অন্তত এক ডজন। সেখানে প্রিন্ট হয়েছে মাত্র তিনটি। এর মধ্যে দু’টি প্রিন্ট চলবে বসুন্ধরাস্থ স্টার সিনেপ্লেক্সের দু’টি হলে আর বাকিটি চলবে নিউমার্কেটস্থ বলাকা প্রেক্ষাগৃহে। অন্যদিকে কথা ছিল ‘প্রজাপতি’র পরিবেশনায় থাকবে চলচ্চিত্রাঙ্গনের অন্যতম পরিবেশক মনোয়ার হোসেন ডিপজলের ‘অমি-বনি কথাচিত্র’। শেষ পর্যন্ত অমি-বনিও সরে দাঁড়িয়েছে পরিবেশনার দায়িত্ব থেকে। মুক্তির আগেই গান ও গল্প নিয়ে ব্যাপক আলোচিত এ চলচ্চিত্রটি এরই মধ্যে মুখ থুবড়ে পড়েছে দর্শক চাহিদার বিপরীতে। তৈরি হয়েছে নানামাত্রিক জটিলতা। এ নিয়ে ব্যাপক বিপাকে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি তার প্রথম চলচ্চিত্র। ‘প্রজাপতি’ নিয়ে এহেন জটিলতা প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, জীবনের প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’। অনেক স্বপ্ন ছিল। সে হিসেবে পরিকল্পনা করে এগিয়েছি গেল দু’টি বছর। সাধ্যমতো চেষ্টা করেছি। এরই মধ্যে গান থেকে সফলতা পেয়েছি আকাশচুম্বী। এক সপ্তাহ আগেও সবকিছু ঠিকঠাক ছিল। অথচ মুক্তির আগে আগে তীরে এসে তরীটা প্রায় ডুবতে বসেছে। এ নিয়ে ভীষণ মন খারাপ। রাজ আরও জানান, প্রজাপতির প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে এ জটিলতা সৃষ্টি হয়েছে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিল এনটিভি। আর প্রযোজক ছিলেন এনায়েতুর রহমান বাপ্পী। সমপ্রতি এনায়েতুর রহমান বাপ্পী এনটিভি ছেড়ে গড়ে তোলেন আরেকটি নতুন স্যাটেলাইট টিভি স্টেশন চ্যানেল নাইন। এখন ‘প্রজাপতি’র প্রযোজক আর প্রযোজনা প্রতিষ্ঠানের অংশীদারিত্ব এবং অনুমোদন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মূলত এ কারণেই ‘প্রজাপতি’ ব্যাপক আকারে একযোগে সারাদেশে মুক্তি পাচ্ছে না। এদিকে প্রজাপতির নির্মাতা আরও বলেন, আমার হাতে যে তিনটি প্রিন্ট আছে সেটি দিয়ে আপাতত নিজ উদ্যোগে চলচ্চিত্রটি মুক্তি দিচ্ছি। মুক্তি উপলক্ষে করছি না কোন অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। এ নিয়ে নতুন করে আর কিছু ভাবছি না। এর মধ্যে প্রযোজনা জটিলতা মিটে গেলে কিছু হবে, না হলে হবে না। এখন আমি আমার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে ভাবছি। আশা করছি শিগগিরই ঘোষণা দেবো।
Labels:
Moushumi,
New Released Movies,
Projapoti
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment