skip to main |
skip to sidebar
রুমানা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। একক নায়িকা হিসেবে তার প্রথম ছবি 'বিয়ে বাড়ী'র প্রথম দিনের সাফল্য তাকে বিপদমুক্ত করে দিয়েছে। অবশ্য প্রথম বাণিজ্যিক ছবি '১ টাকার বউ'-এর সাফল্যই চিত্রনায়িকা হিসেবে রুমানার যাত্রাকে সফল করে দেয়। তারপর সেই ছবিতে শাবনূর থাকায় একক নায়িকা হিসেবে রুমানার সাফল্য দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন অনেকেই। কিন্তু শাহিন-সুমন পরিচালিত 'বিয়ে বাড়ী' সকল উদ্বেগ, উদগ্রীব অবসান ঘটিয়ে দিয়েছে। শাকিব খানের একক নায়িকা হিসেবে দুর্দান্ত সাফল্য রুমানাকে নিয়ে চলচ্চিত্রে স্থায়ী করেছে তেমনি শাকিব খানের নায়িকা সংখ্যা বৃদ্ধি করেছে। সুন্দরী, সুঅভিনেত্রী গ্লামার কন্যা রুমানাকে শাকিব খানের নায়িকা হিসেবে দর্শকরা মন ভরে গ্রহণ করেছে। শাকিবের সঙ্গে অপুকে দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত দর্শকদের কাছে রুমানাকে প্রচণ্ড খড়ার মধ্যে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তিময় মনে হয়েছে। এই সাফল্যে রুমানা অনেক খুশি। প্রচণ্ড টেনশনে ছিলেন ছোট পর্দার এই উজ্জ্বল মুখ। নিজের অভিনীত ছবিগুলোর প্রযোজক পরিচালক ও সাংবাদিকদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে শুভ কামনা, দোয়া সবকিছুই চেয়েছিলেন। রুমানার চাওয়া পূর্ণ হয়েছে। 'বিয়ে বাড়ী' ছবির প্রথম দিনের সাফল্য রুমানার নায়িকা হিসেবে পায়ের নিচে মাটি এনে দিয়েছে। এখন তার শক্তিভাবে দাঁড়িয়ে যাওয়ার পালা। বর্তমানে রুমানা যেসকল ছবির কাজ নিয়ে ব্যস্ত সেগুলো হচ্ছে- এফআই মানিকের 'চিরদিন আমি তোমার', পিএ কাজলের 'স্বামী স্ত্রীর ওয়াদা', শাহাদাৎ হোসেন লিটনের 'প্রেমে পড়েছি', রাকিবুল আলম রকিবের 'প্রেমিক পুরুষ' এবং জাকির হোসেন রাজুর 'ভালবাসলেই ঘর বাঁধা যায় না'। এরমধ্যে 'স্বামী স্ত্রীর ওয়াদা' আগামী ২০শে জুলাই মুক্তি পাবে। শাবনূর ও শাকিব খানের সঙ্গে রুমানার এই ছবিটি মুক্তির পূর্বেই বেশ আলোচিত হয়ে উঠেছে।
No comments:
Post a Comment