আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ইমন ও বিদ্যা সিনহা মীম অভিনীত ছবি ‘জোনাকির আলো’। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শিশুদর্শনকে কেন্দ্র করে এটি নির্মাণ করেছেন খালিদ মাহমুদ মিঠু।
এতে আরও অভিনয় করেছেন কল্যাণ, দিতি, মিতা চৌধুরী, তারিক আনাম খান, করভী মিজান, গাজী রাকায়েত, মাসুদ আলী খান ও শিশুশিল্পী ফারহান। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আগুন, পড়শী, কণা, ইবরার টিপু, হায়দার হোসেন ও ন্যান্সি। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, ইবরার টিপু, সাদ ও হায়দার হোসেন। গান লিখেছেন রফিকুজ্জামান, জুয়েল মাহমুদ, ইউসুফ আল মামুন ও কবির বকুল। ইতোমধ্যে ছবিটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যুক্তরাষ্ট্রের ট্রাইব্যাকা ও ফ্লোরিডা এবং ভারতের জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।
এতে আরও অভিনয় করেছেন কল্যাণ, দিতি, মিতা চৌধুরী, তারিক আনাম খান, করভী মিজান, গাজী রাকায়েত, মাসুদ আলী খান ও শিশুশিল্পী ফারহান। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আগুন, পড়শী, কণা, ইবরার টিপু, হায়দার হোসেন ও ন্যান্সি। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, ইবরার টিপু, সাদ ও হায়দার হোসেন। গান লিখেছেন রফিকুজ্জামান, জুয়েল মাহমুদ, ইউসুফ আল মামুন ও কবির বকুল। ইতোমধ্যে ছবিটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যুক্তরাষ্ট্রের ট্রাইব্যাকা ও ফ্লোরিডা এবং ভারতের জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।