দীর্ঘ প্রতীক্ষার পর বিন্দু

দীর্ঘ প্রতীক্ষাই বলা যায়। শাকিব খান ও বিন্দু জুটিবদ্ধ হয়ে পাঁচ বছর আগে ছবির শুটিং শুরু করেছিলেন। নানা প্রতিবন্ধকতা পার হয়ে আসছে ডিসেম্বরে তাদের অভিনীত ‘এই তো প্রেম’ ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। বলা যায়, এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তারা। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অমিত হাসান। এ প্রসঙ্গে পরিচালক বলেছেন, খুব শিগগিরই ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে। এটি বিজয় দিবসে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। সেভাবেই আমরা সব কাজ এগিয়ে নিচ্ছি। শাকিব খান বলেন, অনেক দিন আগেই ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে ছবির কাজ শেষ হতে বিলম্ব হয়েছে। তবে ছবিটি সবার কাছে ভাল লাগবে। বিন্দু জানান, ‘এই তা প্রেম’ পুরোপুরি মুক্তিযুদ্ধের গল্পনির্ভর হওয়ার কারণে দীর্ঘ সময় নিয়ে শুটিং করতে হয়েছে। কারণ, মুক্তিযুদ্ধের টানা ৯ মাসের ঋতুভিত্তিক বিভিন্ন চিত্র এ ছবিতে তুলে ধরতে হয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ছবির কাজ শেষ করতে পেরেছি। আশা করি, ছবিটি দর্শকদের ভাল লাগবে। ছবির গল্প সম্পর্কে জানা যায়, বিন্দু গ্রামের সহজ-সরল মেয়ে মাধবীর চরিত্রে অভিনয় করেছেন। মাধবীর রূপ আর চঞ্চলতা একই গ্রামের ছেলে সূর্যকে (শাকিব খান) মুগ্ধ করে। অতঃপর তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এরপরই শুরু হয় নানা টানাপড়েন। ২০০৯ সালের শেষের দিকে এ ছবির গানের অ্যালবাম বাজারে এসেছিল। এ অ্যালবামে হাবিব এবং ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এদিকে, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর বিন্দু তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর তার আরও দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো- ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ এবং ‘জাগো’। তবে আপাতত বিন্দু চলচ্চিত্র থেকে কিছুটা দূরে রয়েছেন। বর্তমানে তিনি কোরবানির ঈদের নাটক- টেলিছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন।

No comments:

Post a Comment