ফেরদৌস-মৌসুমী-ঋতুপর্ণা অভিনীত 'এক কাপ চা' ছবিটি আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা
ছিল। কিন্তু অনিবার্য কারণবশত ছবিটি মুক্তি পায়নি। তবে পহেলা বৈশাখে ছবিটি মুক্তির
তারিখ চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি ছবির প্রযোজক-পরিচালক এমনই সিদ্ধান্ত নিয়েছেন।
মাস দুয়েক আগে ভারতের চেন্নাইয়ের প্রাসাদ ল্যাবে ছবির এডিটিং, পোস্ট প্রোডাকশনসহ
যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালায় ছবিটি প্রযোজনা করেছেন
চিত্রনায়ক ফেরদৌস নিজেই। ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন বাসু চ্যাটার্জি।
'এক কাপ চা' মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ছবির যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। ফেরদৌস
ভাই পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সেদিক লক্ষ্য
রেখেই প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে আমাদের কথা চলছে। তিনি আরো বলেন, ২০১০ সালের ১৫
অক্টোবর এ ছবির শুটিং শুরু হয়েছিল। দেড় বছর পর গত মে মাসে ছবির কাজ সম্পন্ন হয়।
শুরু থেকেই নানা কৌশলে ছবির প্রচারণা চালানো হচ্ছে। তাই ছবিটি নিয়ে এরই মধ্যে
দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। 'এক কাপ চা' ছবিতে ফেরদৌসকে
ইংরেজি বিভাগের প্রভাষক এবং মৌসুমীকে গ্রন্থাগারিক হিসেবে দেখানো হবে। এছাড়াও ছবির
একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
ফেরদৌস-মৌসুমী-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন- নায়করাজ রাজ্জাক, আলমগীর,
হুমায়ুন ফরীদি, ওমর সানী, নিপুণ, ইমন, নিরব, মীর সাবি্বর, অাঁখি আলমগীর, অমল বোস,
তুষার খান, শহিদুল ইসলাম সাচ্চু, এজাজুল ইসলাম, মুনিরা মিঠুসহ এক ঝাঁক তারকাশিল্পী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment