skip to main |
skip to sidebar
দীর্ঘ
বিরতির পর বিন্দু অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি 'এই তো প্রেম'র শুটিং
শুরু হয়েছে। গতকাল থেকে মানিকগঞ্জে এ ছবির শেষ অংশের দৃশ্যধারণ শুরু হয়।
ছবিটি পরিচালনা করছেন সোহেল আরমান। মানিকগঞ্জে টানা পাঁচদিন ছবিটির শুটিং
চলবে। বিন্দুর পাশাপাশি চিত্রনায়ক শাকিব খানও এ ছবির শুটিংয়ে অংশগ্রহণ
করেছেন।
এ প্রসঙ্গে পরিচালক বলেন, 'সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তাই আউটডোরে
শুটিং করতে পারছি না। ছবির বেশিরভাগ অংশের শুটিং আগেই সম্পন্ন হয়েছে। আশা
করি, আগামী পাঁচদিনের মধ্যেই বাকিটুকুর শুটিং শেষ করতে পারব। আগামী বছরের
শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।'
বিন্দু জানান, ২০০৯ সালে এ ছবির শুটিং শুরু হয়েছিল। মাঝে বেশকিছুদিন এর কাজ
আটকে ছিল। আবারো শুটিং শুরু হওয়ায় তিনি দারুণ খুশি।
এ ছবির গল্পে দেখা যাবে, পুরোহিতের মেয়ে মাধবী। তাকে ভালোবাসে একই গ্রামের
স্কুল শিক্ষকের ছেলে সূর্য। মাধবীও একসময় সূর্যকে ভালোবেসে ফেলে। এরই মধ্যে
একদিন গ্রামে ঢোকে পাকিস্তানি বাহিনী। একদিকে দেশ বাঁচানোর যুদ্ধ,
অন্যদিকে একজোড়া মনের যুদ্ধ। পাকিস্তানি বাহিনী পুরোহিতকে হত্যা করে। দেশকে
শত্রুমুক্ত করতে মাধবীকে রেখে ছেলেটি চলে যায় যুদ্ধ করতে। এ ছবিতে মাধবী
চরিত্রে অভিনয় করবেন বিন্দু। এটি বিন্দুর চতুর্থ ছবি। ছবিতে সূর্যের
ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান।
No comments:
Post a Comment