দীর্ঘদিন পর এক সময়ের আলোচিত নায়িকা তামান্না পর্দায় ফিরছেন। নভেম্বরের
শেষের দিকে তিনি দর্শকদের সামনে আসবেন তার অভিনীত ‘পাগল তোর জন্য রে’ ছবিটি
নিয়ে। মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত এই ছবিতে তামান্নার দুই নায়ক ইরফান
ও রোহান। ইতিমধ্যেই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। সুইডেন
প্রবাসী নায়িকা তামান্না প্রায় ৭ বছর পর দেশে ফিরেছিলেন ‘পাগল তোর জন্য রে’
ছবির জন্য। প্রথমে এই ছবির নাম ছিল ‘প্রেমের জন্য পৃথিবী’। তামান্না অভিনয়
করেছেন পৃথিবী চরিত্রে। পরিচালক মঈন বিশ্বাস এই ছবিতে জনপ্রিয় ‘পাগল তোর
জন্য রে পাগল এ মন’ গানটি সংযোজিত করেছেন। পরে গল্পের প্রয়োজনে তিনি ছবির
নাম পরিবর্তন করে ‘পাগল তোর জন্য রে’ রাখেন। এই নামেই ছবিটি নভেম্বরের
শেষের দিকে মুক্তি পাবে বলে প্রযোজক পরিচালক মঈন বিশ্বাস জানান। জ্যোতি
ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ওমর
সানি, ড্যানি সিডাক, রেবেকা, চিত্রা চৌধুরী, শাহিন শাহ ও এটিএম
শামসুজ্জামান। সাইফুল আজম কাশেম পরিচালিত ‘তেজ্যপুত্র’ ছবির মাধ্যমে সুইডেন
প্রবাসী তামান্না প্রথম সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ালেও তার অভিনীত
প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’। প্রথম ছবিতে
ব্যাপকভাবে সাফল্য পান তামান্না। ‘ভণ্ড’ হয় সুপার ডুপার হিট। আর তামান্না
বনে যান সুপারস্টার। এরপর তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে ডেন্টাল
বিষয়ে পড়াশোনা শেষ করতে তামান্না আবার সুইডেন ফিরে যান। প্রায় ৬ বছর পর
বেড়াতে আসেন দেশে। এসেই সুযোগ পান ‘পাগল তোর জন্য রে’ ছবিতে কাজ করার। এই
সুযোগ কাজে লাগাবার জন্য তামান্না সর্বোচ্চ মেধা ব্যয় করেন। ছবিটি
চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার সংবাদ পেয়ে আনন্দিত তামান্না
সুইডেন থেকে মুঠোফোনে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,
অনেকদিন পর আমার অভিনীত একটি ছবি দর্শকদের সামনে আসছে জেনে খুব ভাল লাগছে।
তামান্না বলেন, ‘পাগল তোর জন্য রে’ একটি নির্ভেজাল প্রেমের ছবি। পরিচালক
মঈন বিশ্বাস অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করেছেন। ছবিটি সব শ্রেণীর
দর্শকদের ভাল লাগবে বলে তামান্না আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘পাগল তোর
জন্য রে’র মুক্তির তারিখ চূড়ান্ত হলে আমি দেশে আসবো। দর্শকদের সঙ্গে ছবিটি
দেখবো। সাংবাদিকদের সঙ্গে আড্ডা দেবো। ছবির প্রচার প্রচারণায় পরিচালক মঈন
বিশ্বাসকে যতটুকু সময় দেয়ার দরকার আমি দেবো। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর
আমার পর্দায় ফিরে আসাটা যাতে সফল হয় সে জন্য আমি সবার দোয়া চাইছি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment