শাকিব খানের একযুগ পূর্ণ


নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের অভিনয়ের একযুগ পূর্ণ হয়েছে। ১৯৯৯ সালের ২৮শে মে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত প্রথম ছবি ‘অনন্ত ভালবাসা’। সোহানুর রহমান সোহান পরিচালিত এ ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমীর ছোট বোন ইরিন। যদিও শাকিব খান প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ ছবির মাধ্যমে। এ ছবিতে তার নায়িকা ছিলেন কারিশমা শেখ। ছবির প্রযোজক ছিলেন রফিকুল ইসলাম। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হওয়ার গৌরব অর্জন করে কুদ্দুসুর রহমান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’। ছবিতে তার নাম ছিল ‘মশাল’। এ ছবির ডাবিংয়ের সময় জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ পরিচালক সোহানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, এই ছেলে সিরিয়াস থাকলে সবাইকে ছাড়িয়ে যাবে। ছবি হিসেবে ‘অনন্ত ভালবাসা’ খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। আজ শাকিব খান চলচ্চিত্রের ওয়ান এন্ড অনলি নায়ক। পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন ক্যারিশমায়। দেখতে দেখতে চলতি বছরের ২৮শে মে অভিনয়ের একযুগ পূর্ণ করেন তিনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১৬৪। শুক্রবার মুক্তি পাবে ১৬৫তম ছবি ‘মাটির ঠিকানা’। ২০০৭ সালের ১লা জানুয়ারি শাহিন-সুমন পরিচালিত ‘জমজ’ ছবির মাধ্যমে শাকিব খান একশত ছবিতে অভিনয়ের রেকর্ড স্পর্শ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে। চার বছর সাধারণ সম্পাদক এবং চার বছর সভাপতি হিসেবে সমিতির দায়িত্ব পালনকারী অভিজ্ঞ অভিনেতা মিজু আহমেদকে পরাজিত করে তার জনপ্রিয়তার চূড়ান্ত প্রমাণ দেন। এমন একটি চমৎকার সময়ে অভিনয়ের একযুগ পূর্ণ করলেন শাকিব খান। তার এ সাফল্যকে স্মরণীয় করে রাখার জন্য ঘনিষ্ঠজনেরা একটি উৎসবের পরিকল্পনা গ্রহণ করেছেন। সহসাই একটি উৎসব কমিটি গঠন করা হবে। তারপর উৎসব নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে। সম্ভবত এফডিসির অভ্যন্তরেই আয়োজন করা হবে এই একযুগ পূর্তি উৎসব। চলচ্চিত্র শিল্পের সকল শাখার নেতাকর্মীদের নিয়েই দিনব্যাপী উৎসব হবে বলে শাকিব খানের ঘনিষ্ঠজনেরা সিদ্ধান্ত নিয়েছেন।

No comments:

Post a Comment