শাকিব খান-মিশা সওদাগর পরিষদের প্যানেল পরিচিতি : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০শে মে


চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২০শে মে শুক্রবার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দু’টি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শাকিব খান ও মিশা সওদরগার, অন্যটির মিজু আহমেদ ও ড্যানি সিডাক। ২৮শে এপ্রিল বৃহস্পতিবার গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় বেশ জাঁকজমকভাবে শাকিব খান-মিশা সওদাগর পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সামনে প্যানেল পরিচিতি তুলে ধরেন চলচ্চিত্রের দুই কিংবদন্তি তারকা উজ্জল ও রোজিনা। চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে শিল্পীদের মর্যাদা সমন্নত রাখা লক্ষ্যে স্লোগানকে সামনে রেখে শাকিব-মিশা পরিষদের হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সভাপতি-শাকিব খান, সহ-সভাপতি সুচরিতা ও মৌসুমী, সাধারণ সম্পাদক মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক শিবা শানু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আমির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডন, কোষাধ্যক্ষ আবদুল্লাহ সাকি, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক লাবু আহমেদ। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহমেদ শরীফ, আলী রাজ, বাপ্পারাজ, ওমর সানি, পূর্ণিমা, সাহারা, নিপুণ, রিনা খান, ইলিয়াস কোবরা, মর্জিনা ও আজাদ খান। প্যানেল ঘোষণার পূর্বে সমর্থন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ঊর্ধ্বতন সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম খসরু, সহকারী সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব এফআই মানিক, বিশিষ্ট দুই চিত্র তারকা উজ্জল ও রোজিনা এবং প্রখ্যাত সাংবাদিক আহমদ জামান চৌধুরী। প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুচরিতা, মৌসুমী, ফেরদৌস, মিশা সওদাগর ও শাকিব খান। অতীতে পরলোকগত সকল শিল্পী কলা, কুশলীদের আত্মার মাগফিরাত কামনার জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় প্যানেল পরিচিতি। মিশা সওদাগর ও মোহাম্মদ হোসেন জেমীর সঞ্চালনে অনুষ্ঠিত এই প্যানেল পরিচিত অনুষ্ঠানে শাকিব খান-মিশা সওদাগর পরিষদের পক্ষ থেকে শিল্পীদের জন্য বেশ কিছু অঙ্গীকারনামা তুলে ধরা হয়। এগুলো হচ্ছে (১) চলচ্চিত্র শিল্পী সমিতির ভবনকে দোতলা করা হবে, সেখানে সব আধুনিক আসবাবপত্র ও সাজসজ্জা থাকবে। (২) যে সব শিল্পী অসুস্থ অবস্থায় কর্ম থেকে বিরত তাদের চিকিৎসার জন্য দাতব্য ক্লিনিকের ব্যবস্থা করা, (৩) জুনিয়র শিল্পীরা যাতে ন্যায্য পারিশ্রমিক পান সে ব্যবস্থা করা, (৪) দুস্থ শিল্পীদের এককালীন ভাতা হিসেবে ২০ লাখ টাকা বিতরণ করা, (৫) প্রয়াত প্রবীণ ব্যক্তিত্বদের নামে বিএফডিসি’র কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভিন্ন ফ্লোর ও স্পটের নামকরণের ব্যবস্থা করা, (৬) চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে এককালীন ৫০ লাখ টাকা সংগ্রহ করার ব্যবস্থা করা, (৭) শিল্পীদের সকল কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করা এবং জাতীয় দিবস ও বিভিন্ন উৎসবমুখর দিনগুলোতে সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতি প্রার্থী শাকিব খান বলেন, আপনারা জানেন, চলচ্চিত্র শিল্প বর্তমানে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করছে। আমাদের নিরাপত্তা ও সম্মান বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে। আমাদের প্রায় চারশত জুনিয়র শিল্পীদের জীবন ধারণ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা যারা প্রতিষ্ঠিত কেবল তারাই শুধু সুখে দিন যাপন করবো আর আমাদের সহশিল্পীরা অবহেলিত হয়ে মারা যাবে এটা কিছুতেই মেনে নেয়া যায় না। শাকিব খান বলেন, আমরা এই সব শিল্পীর পাশে থাকা, আমাদের হারানো সম্মান ফিরিয়ে আনা এবং চলচ্চিত্র শিল্পী সমিতিকে শক্তিশালী করার জন্য আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছি। এখন বিচারের ভার সমিতির সাধারণ সদস্যদের উপর। সম্মানিত সদস্যরা যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমরা তাদের জন্য, পুরো শিল্পী সমাজের জন্য আমাদের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করবো, চলচ্চিত্র শিল্পী সমিতিকে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করবো। প্রিয়দর্শিনী চিত্র তারকা মৌসুমী বলেন, একজন শিল্পী হিসেবে আমি মনে প্রাণে চাই চলচ্চিত্রের সব শিল্পী সুখে শান্তিতে থাকুক। শিল্পীদের অসহায়ত্ব দূর করার জন্য আমরা এক প্লাটফরমে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস, আমাদের প্যানেল যদি সাধারণ শিল্পীদের সমর্থন পায়, তাদের রায়ে নির্বাচিত হয় তাহলে আমরা তাদের জন্য সবকিছু করার সর্বাত্মক চেষ্টা চালাবো এবং ইনশাল্লাহ সফল হবো।

No comments:

Post a Comment