নতুন বছরের নতুন মাসের চার তারিখে চিত্রনায়িকা জনা বাংলাদেশে আসছেন। শুধু পরিবারের মানুষকে আর একমাত্র সন্তান আরিয়ানকে দেখতেই বাংলাদেশে আসছেন তিনি। তবে তার স্বামী মোমিন হোসেইন আপাতত তার সঙ্গে আসছেন না। ঠিক কতদিন দেশে থাকবেন, এ ব্যাপারে তেমন চূড়ান্ত কোন কথা বলেননি জনা। সে সঙ্গে নতুন কোন ছবিতেও আপাতত কাজ করবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি দেশের বাইরে থেকেই অবগত। তাই নতুন করে নতুন কোন ছবিতে কাজ করার উৎসাহ পাই না।' তবে জনা জানিয়েছেন, তিনি তার অসমাপ্ত ছবি 'কাঁকন দাসীর' কাজ শেষ করবেন। ১৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে জনা অভিনীত 'বাজাও বিয়ের বাজনা' ছবিটি। এ ছবিতে তার বিপরীতে আছেন আরজু। অভিনয় করেছেন পিউলি চরিত্রে।তিনি বলেন, 'মোহাম্মদ হোসেন জেমীর এ ছবিটির গল্প খুব চমৎকার। আমার বিশ্বাস এ ছবিটি দর্শকদের খুব ভাল লাগবে।' মন ছুঁয়েছে মন ছবিটি নিয়ে জনা বলেন, 'ছবিটিতে আমি খুব গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেলে আমি অভিনয় করব।' উল্লেখ্য, বিভিন্ন পত্রপত্রিকায় দেশে ফিরেছেন চিত্রনায়িকা জনা খবর বেরোলেও সংবাদের অনুসন্ধানে জানা গেছে তিনি দেশে ফিরেননি। জানা গেছে, মোস্তাফিজুর রহমান মানিক পরচিালিত 'মন ছুঁয়েছে মন' ছবিটি পরিবারের সবাইকে নিয়ে সিনেমা হলে দেখার কথা থাকলেও শেষ পর্যন্ত থার্টিফার্স্ট নাইট পালন করতেই নিউইয়র্ক থেকে গেছেন জনা।জনা আসছেন ৪ জানুয়ারি
নতুন বছরের নতুন মাসের চার তারিখে চিত্রনায়িকা জনা বাংলাদেশে আসছেন। শুধু পরিবারের মানুষকে আর একমাত্র সন্তান আরিয়ানকে দেখতেই বাংলাদেশে আসছেন তিনি। তবে তার স্বামী মোমিন হোসেইন আপাতত তার সঙ্গে আসছেন না। ঠিক কতদিন দেশে থাকবেন, এ ব্যাপারে তেমন চূড়ান্ত কোন কথা বলেননি জনা। সে সঙ্গে নতুন কোন ছবিতেও আপাতত কাজ করবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি দেশের বাইরে থেকেই অবগত। তাই নতুন করে নতুন কোন ছবিতে কাজ করার উৎসাহ পাই না।' তবে জনা জানিয়েছেন, তিনি তার অসমাপ্ত ছবি 'কাঁকন দাসীর' কাজ শেষ করবেন। ১৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে জনা অভিনীত 'বাজাও বিয়ের বাজনা' ছবিটি। এ ছবিতে তার বিপরীতে আছেন আরজু। অভিনয় করেছেন পিউলি চরিত্রে।তিনি বলেন, 'মোহাম্মদ হোসেন জেমীর এ ছবিটির গল্প খুব চমৎকার। আমার বিশ্বাস এ ছবিটি দর্শকদের খুব ভাল লাগবে।' মন ছুঁয়েছে মন ছবিটি নিয়ে জনা বলেন, 'ছবিটিতে আমি খুব গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেলে আমি অভিনয় করব।' উল্লেখ্য, বিভিন্ন পত্রপত্রিকায় দেশে ফিরেছেন চিত্রনায়িকা জনা খবর বেরোলেও সংবাদের অনুসন্ধানে জানা গেছে তিনি দেশে ফিরেননি। জানা গেছে, মোস্তাফিজুর রহমান মানিক পরচিালিত 'মন ছুঁয়েছে মন' ছবিটি পরিবারের সবাইকে নিয়ে সিনেমা হলে দেখার কথা থাকলেও শেষ পর্যন্ত থার্টিফার্স্ট নাইট পালন করতেই নিউইয়র্ক থেকে গেছেন জনা।
Labels:
Jona,
Upcoming Movies
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment