ইমপ্রেস টেলিফিল্মের ছবি মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' মুক্তি পাবে ডিসেম্বরে। ইতোমধ্যে ছবিটি বিশ্বের শীর্ষস্থানীয় দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। দুটি উৎসবেই প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক, ফেস্টিভ্যাল প্রোগ্রামার ও ফিল্ম ম্যাগাজিনগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে ছবিটি। ১১ ডিসেম্বর এ চলচ্চিত্রটি মুক্তি পাবে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। অস্ট্রেলিয়ান ডিস্ট্রিবিউটর 'অসবেন মিডিয়া সেন্টারে'র তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার বিখ্যাত 'হয়েটস' থিয়েটারে ছবির প্রিমিয়ারে প্রধান অতিথি থাকবেন স্ক্রিন অস্ট্রেলিয়ার সিইও ড. রুথ হার্লে। ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মেলবোর্ন ও ক্যানবেরায়। এ উপলক্ষে 'অসবেন মিডিয়া সেন্টার' ও অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউটে'র যৌথ উদ্যোগে 'চ্যালেঞ্জেস অফ ফিল্মমেকিং ইন ইমার্জিং কান্ট্রিস' শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা সরয়ার ফারুকী। এ উপলক্ষে গত রোববার চ্যানেল আই'র তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ছবির বিভিন্ন দিক তুলে ধরেন ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির কাহিনীকার আনিসুল হক।
No comments:
Post a Comment