প্রবাসে উৎকণ্ঠায় জনা

আমেরিকা প্রবাসী চলচ্চিত্র নায়িকা জনা গত কয়েকটা দিন বেশ উৎকণ্ঠায় ছিলেন তার অভিনীত 'রিটার্ন টিকেট' ছবির ফলাফল নিয়ে। মাসুদ পারভেজ পরিচালিত এই ছবিটি শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে। জনা অভিনয় করেছেন ছবির প্রধান নায়িকা চরিত্রে। ছবিতে তার নায়ক নবাগত ইমতিয়াজ। একজন তুখোড় আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন জনা। শুক্রবার মুক্তি পেয়ে 'রিটার্ন টিকেট' দর্শকদের ভালবাসা লাভ করেছে। সোহেল রানা, সুচরিতা, রুবেল, নিপুণ, হুমায়ুন ফরীদি, আলীরাজ, এটিএম শামসুজ্জামান ও নতুন মুখ ইমতিয়াজের সঙ্গে গ্ল্যামারাস নায়িকা জনা এবং সব মিলিয়ে সফল একটা ছবি রিটার্ন টিকেট। মুক্তির তিন চার দিন আগ থেকে বেশ টেনশনে দিন কাটিয়েছেন জনা। মাসুদ পারভেজের মতো পরিচালকের ছবিতে কাজ করা, বিপরীতে নতুন নায়ক তাছাড়া ছবি মুক্তির সময় দেশে না থাকা সব মিলিয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন জনা। শেষ পর্যনত্দ তার উৎকণ্ঠা আনন্দে পরিণত হয়েছে। 'রিটার্ন টিকেট' দর্শকপ্রিয়তা লাভ করেছে। টেলিফোনে এর অনুভূতি জানাতে গিয়ে জনা বলেন, একদিকে খুব ভাল লাগছে, ছবিটি দর্শক গ্রহণ করায় অন্যদিকে কষ্ট হয় ছবিটি মুক্তির সময় দেশে না থাকার কারণে। জনা বলেন, সুদূর আমেরিকায় থাকলেও আমার মনটা পড়ে আছে দেশে, আমার চলচ্চিত্রে। খুব মিস করি সবাইকে। 'রিটার্ন টিকেট' সফল হওয়ায় দর্শকদের কৃতজ্ঞতা জানিয়েছেন জনা।

No comments:

Post a Comment