'যেমন জামাই তেমন বউ'-এর বর্ণাঢ্য মহরত

রাজধানীর রাজমণি ঈশা খাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল উত্তম আকাশ পরিচালিত নতুন ছবি 'যেমন জামাই তেমন বউ'-এর বর্ণাঢ্য মহরত। নাজিমউদ্দিন চেয়ারম্যানের প্রযোজনা ও মূল পরিকল্পনায় নির্মীয়মান 'যেমন জামাই তেমন বউ'-এর মহরতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট কে এম আর মঞ্জুর, বিনোদন বিচিত্রা সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান এবং মিসেস নাজিমউদ্দিন চেয়ারম্যান। মহরত পরিচালনা করেন পরিচালক উত্তম আকাশ। মহরতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, খোরশেদ আলম খসরম্ন, শিল্পী চক্রবর্তী, আতিকুর রহমান লিটন, মোসত্দাফিজুর রহমান বাবু, রাজনৈতিক ব্যক্তিত্ব নবীউল্লাহ নবী, প্রযোজক জিএম সারোয়ার এবং 'যেমন জামাই তেমন বউ'-এর দুই তারকা ইমন ও সিলভি। বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক নাজিমউদ্দিন চেয়ারম্যান ইমন ও হালের আলোচিত বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী সিলভিকে দশটি ছবিতে চুক্তিবদ্ধ করান। সেই দশ ছবির একটি 'যেমন জামাই তেমন বউ'। শুভেচ্ছা বক্তব্য এবং মহরত ঘোষণার পর ছবির রেকর্ডকৃত গানগুলো অতিথিদের শোনানো হয়। 'যেমন জামাই তেমন বউ' নাজিমউদ্দিন চেয়ারম্যানের নিজস্ব প্রযোজনা সংস্থা নাদিম নাফিস ফিল্মসের দশ নম্বর ছবি। ইতিপূর্বে এই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে 'সিটি টেরর', 'মমতাজ', 'ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া', 'তুই যদি আমার হইতিরে' ও 'জীবনের চেয়েও দামী'। বর্তমানে নির্মিত হচ্ছে 'স্বামী আমার বেহেশত', 'মায়ের মতো বোন', 'অবুঝ ভালবাসা' এবং 'বিদ্রোহী গার্মেন্টস কন্যা'। দশ নম্বর ছবি 'যেমন জামাই তেমন বউ' একটি সুন্দর ছবি হিসেবে দর্শকদের সামনে আসবে বলে পরিচালক উত্তম আকাশ আশাবাদ ব্যক্ত করেন।

No comments:

Post a Comment