শেষ হলো ‘চোরাবালি’

শেষ হলো ‘চোরবালি’ চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনের কাজ। মুম্বইর প্রাসাদ ল্যাবে দীর্ঘ এক মাস বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ডিআই-এ গ্রেডিংয়ের পর এর কাজ শেষ করা হয়। বিশ্বনন্দিত কালারিস্ট যুক্তরাজ্যের রবার্ট ল্যাং ‘চোরাবালি’ ছবিতে কাজ করার বিষয়ে বলেন, বাংলাদেশে যে এত অত্যাধুনিক মানের চলচ্চিত্র তৈরি হয় ‘চোরাবালি’তে কাজ না করলে জানতামই না। আমি খুবই খুশি একই চলচ্চিত্রের ভেতরে ৩-৪ রকমের কালার গ্রেডিংয়ের পরীক্ষা করেছি। এবং এটা দেখতে অসাধারণ লাগছে। বাংলাদেশের দর্শক নুতন স্বাদের দৃশ্য দেখতে পাবে সিনেমা হলে। রবার্ট ল্যাং ‘দ্য ম্যান উইদাউট পাস্ট’, ‘নাইন্থ কোম্পানি’র মতো হলিউডের সব সাড়া জাগানো চলচ্চিত্রে কাজ করেছেন। বলিউডে তার সর্বশেষ করা চলচ্চিত্র ‘বডিগার্ড’। ছবির পরিচালক রেদওয়ান রনি সেন্সর বোর্ডের জন্য নির্ধারিত কপি নিয়েই এ মাসের শেষ দিকে মুম্বই থেকে ফিরবেন। চোরাবালির চলচ্চিত্রটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ‘বাইশে শ্রাবণ’ খ্যাত ইন্দ্রদীপ দাস গুপ্ত। ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেন, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, ঈরেশ যাকের, সালেহীন স্বপন, পিয়া, হুমায়ুন সাধু, এ টি এম শামসুজ্জামান, সোহেল রানা প্রমুখ। চলচ্চিত্রটি আগামী বছরের শুরুতে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment