মাত্র ২০ দিনেই ‘আয়না কাহিনী’ ছবির শুটিং শেষ করলেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত
কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় জনপ্রিয় কথাসাহিত্যিক
ইমদাদুল হক মিলনের কাহিনী নিয়ে এই ছবির কাজ সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে গাজীপুর
হোতাপাড়ার খতিব খামাড়বাড়ীতে শুটিং শুরু করেছিলেন নায়করাজ রাজ্জাক। টানা দশদিন
সেখানে শুটিংয়ের পর ছবির ইউনিট নিয়ে তিনি চলে যান পুবাইলে। সেখানে ছবির সবক’টি
দৃশ্য চিত্রায়ণের পর নায়ক সম্রাটকে নিয়ে একটি লঞ্চে করে চলে যান উলু খোলায়। সেখানে
বিভিন্ন গ্রামের নয়নাভিরাম লোকেশনে একটি গানের শুটিং করেন। প্রায় ৩৫ বছর আগে
রাজ্জাক ‘নীল আকাশের নীচে’ ছবিতে ‘নীল আকাশের নীচে আমি রাস্তায় চলেছি একা’ গানে
অভিনয় করেছিলেন মনপ্রাণ উজাড় করে। এই গানটিই রিমেক করে নতুনভাবে সম্রাটকে দিয়ে
চিত্রায়ণ করলেন রাজ্জাক। সত্য সাহার অসাধারণ সুর সৃষ্টির এই গানে নতুন করে
সঙ্গীতায়োজন করেছেন সত্য সাহার সুযোগ্যপুত্র সময়ের অন্যতম সেরা সংগীত পরিচালক ইমন
সাহা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর ক্যামেরার
সামনে বাবার মতই প্রাণবন্ত হয়ে অভিনয় করলেন
সম্রাট। এই গানের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়ে ‘আয়না কাহিনী’ ছবির ক্যামেরাও ক্লোজ হয়ে যায়। ছবির পরিচালক নায়করাজ রাজ্জাক বলেন, ‘আয়না কাহিনী’ যৌতুকের বিরুদ্ধে একটি অন্য রকম প্রতিবাদের গল্প। ইমদাদুল হক মিলন অত্যন্ত যত্ন সহকারে এর কাহিনী লিখেছেন। কাহিনী আমার খুব ভাল লেগেছে। আমি এবং আমার পুরো ইউনিট অত্যন্ত যত্ন সহকারে ‘আয়না কাহিনী’কে যথার্থভাবে পর্দায় তুলে আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে। ‘নীল আকাশের নীচে’ গানটি নতুন করে সংযোজন প্রসঙ্গে রাজ্জাক বলেন, সম্রাট পর্দায় আগমনের সময় একটা গান ছিল। অনেক চিন্তা ভাবনা করে গান খুঁজে পাচ্ছিলাম না। পরে হঠাৎ মনে হলো এই গানটির কথা। লোকশনটাও ভাল পেয়েছি। দর্শকও বেশ মজা পাবে গানটি দেখে। ‘আয়না কাহিনী’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রাজ্জাক নিজেও অভিনয় করছেন। এছাড়া সম্রাটের সঙ্গে আরও অভিনয় করছেন কেয়া, শামস সুমন, মুক্তি, শতাব্দী ওয়াদুদ, সোহেল খান, লুৎফর রহমান জর্জসহ অনেকেই। উল্লেখ্য নায়করাজ রাজ্জাক এই প্রথম ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় কোন চলচ্চিত্র পরিচালনা করছেন।
সম্রাট। এই গানের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়ে ‘আয়না কাহিনী’ ছবির ক্যামেরাও ক্লোজ হয়ে যায়। ছবির পরিচালক নায়করাজ রাজ্জাক বলেন, ‘আয়না কাহিনী’ যৌতুকের বিরুদ্ধে একটি অন্য রকম প্রতিবাদের গল্প। ইমদাদুল হক মিলন অত্যন্ত যত্ন সহকারে এর কাহিনী লিখেছেন। কাহিনী আমার খুব ভাল লেগেছে। আমি এবং আমার পুরো ইউনিট অত্যন্ত যত্ন সহকারে ‘আয়না কাহিনী’কে যথার্থভাবে পর্দায় তুলে আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে। ‘নীল আকাশের নীচে’ গানটি নতুন করে সংযোজন প্রসঙ্গে রাজ্জাক বলেন, সম্রাট পর্দায় আগমনের সময় একটা গান ছিল। অনেক চিন্তা ভাবনা করে গান খুঁজে পাচ্ছিলাম না। পরে হঠাৎ মনে হলো এই গানটির কথা। লোকশনটাও ভাল পেয়েছি। দর্শকও বেশ মজা পাবে গানটি দেখে। ‘আয়না কাহিনী’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রাজ্জাক নিজেও অভিনয় করছেন। এছাড়া সম্রাটের সঙ্গে আরও অভিনয় করছেন কেয়া, শামস সুমন, মুক্তি, শতাব্দী ওয়াদুদ, সোহেল খান, লুৎফর রহমান জর্জসহ অনেকেই। উল্লেখ্য নায়করাজ রাজ্জাক এই প্রথম ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় কোন চলচ্চিত্র পরিচালনা করছেন।
No comments:
Post a Comment