
শাকিবের অভিযোগের ব্যাপারে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার অনেক ছবি হয়েছে। এ কারণেই হয়তো শাকিব এখন আর আমার সঙ্গে কাজ করতে চাচ্ছেন না। তবে শাকিব কার সঙ্গে কাজ করবেন বা করবেন না—সেটা তাঁর ব্যাপার। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
শাকিব-অপু জুটির প্রথম ছবি কোটি টাকার কাবিন। প্রথম ছবিই ছিল দারুণ ব্যবসাসফল। এর পর একে একে এই জুটির ৩৪টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রায় প্রতিটি ছবিই ব্যবসায়িক দিক থেকে সফল হয়েছে। এ মুহূর্তে শাকিব-অপু জুটির নির্মাণাধীন ছবি আটটি। হাতে আছে সাতটি নতুন চলচ্চিত্র। এগুলোর ভবিষ্যতের ব্যাপারে শাকিব বলেন, ‘নির্মাণাধীন ছবিগুলোর কাজ শেষ করব। কিন্তু নতুন কোনো ছবিতে অপুর সঙ্গে কাজ করব না।’ অপু বলেন, ‘নির্মাতারা চাইলে নতুন ছবিগুলোর জন্য নেওয়া পারিশ্রমিকের টাকা আমি ফেরত দেব।’ জানা গেছে, এবারের ঈদে এই জুটির পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
No comments:
Post a Comment