'মনপুরা' নিয়ে আগামী এক বছরের পরিকল্পনার পাশাপাশি এরই মধ্যে নতুন ছবির কার্যক্রম হাতে নিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। প্রসঙ্গক্রমে তিনি জানান, ছবির গল্প এরই মধ্যে তৈরি করে ফেলেছি। তবে এর নাম এবং চরিত্রাভিনয় শিল্পীদের চূড়ানত্দ করার আগে মুখ খুলতে একদমই অপারগতা প্রকাশ করেছেন তিনি। মনপুরা'র পর এই নির্মাতা কাকে নিয়ে কি ধরনের চলচ্চিত্র নির্মাণ করবেন_ এ নিয়ে মিডিয়া এবং দর্শকদের ব্যাপক আগ্রহে খানিক প্রশান্তি যোগাতে কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, নতুন ছবিটির মধ্য দিয়ে আমরা এক লহমায় ফিরে যেতে চাই এক হাজার বছর পেছনে। এর জন্য স্ক্রিপ্টিং-এর সঙ্গে ব্যাপক গবেষণা এবং সিটিং-মিটিং চলছে এর লোকেশন, সেট ডিজাইন, অঙ্গসজ্জা আর চিত্রায়ণের ধরন নিয়ে। আমরা এ ছবির নায়ক-নায়িকা হিসেবে নতুন দু'টি মুখ খুঁজছি। যদিও এখনও পর্যনত্দ মিলাতে পারিনি। মনের মতো নতুন মুখ পাওয়া বড়ই কঠিন। তবে প্রথমবার মিস হলেও এবার নায়িকা চরিত্রে প্রভাকে রাখার সম্ভাবনা রয়েছে। প্রভাও প্রথমবারের হেঁয়ালি ভুলে আমাদের সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। তবে ঠিক কথা দিতে পারছি না। তবে প্রভা'র বিষয়ে পুরো গ্যারান্টি না দিতে পারলেও সেলিম জানান, এবারের ছবিতে বিশেষ একটি চরিত্র নিয়ে আসছেন হুমায়ুন ফরীদি। এর সঙ্গে এবারও থাকবে চঞ্চল-মিলি'র উপস্থিতি। অবশ্য ছবিতে এ জুটির অবস্থান থাকবে অনেকটাই অতিথি চরিত্র হিসেবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment