skip to main |
skip to sidebar
পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা নায়িকা রত্না প্রায় অনেক দিন পর দর্শকদের সামনে আসছেন। রত্না অভিনীত 'মন যেখানে হৃদয় সেখানে' জুন মাসে মুক্তি পাবে। রত্না এই ছবিতে অভিনয় করেছেন তার অনেক ছবির সফল নায়ক শাকিব খানের বিপরীতে। শাহিন-সুমন এই ছবির পরি চালক। চলতি বছরে এটাই রত্নার প্রথম ছবি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'কি যাদু করিলা' গত বছরের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। সে সময় আরেক ছবি 'তুমি কি সেই'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এটিএন বাংলায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত রত্না পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন বলেই তাকে পর্দায় কম দেখা যায় বলে জানালেন।
রত্নার নাভীটা অনেক বড়
ReplyDelete