শিশু-কিশোরদের নতুন ধারাবাহিক 'ইসকুল'


প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নানা সমস্যা ও সম্ভাবনার গল্পগাথা বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য নির্মিত হয়েছে ভিন্ন ধারার ধারাবাহিক 'ইসকুল'। একুশে টেলিভিশন এবং প্লান বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত এ আয়োজনটিতে গল্পের মতো করে ওঠে আসবে প্রাথমিক শিক্ষাকেন্দ্রিক সুনির্দিষ্ট ১৩টি প্রতিবন্ধকতা। যার ফলে শিক্ষার হার বাড়ছে না স্বাভাবিক হারে। যা ২২শে এপ্রিল থেকে প্রতি বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সমপ্রচার হবে ধারাবাহিকভাবে। শুধু তাই নয়, এ নাটিকা'র পাশাপাশি শিশু-কিশোরদের সমস্যা নিয়ে বিশিষ্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রচার করা হবে সরাসরি আলোচনা অনুষ্ঠান। যেখান থেকে খোঁজা হবে সমস্যাগুলোর কারণ এবং সমাধানের পথ। প্রাথমিক শিক্ষাকেন্দ্রিক শিশু-কিশোরদের এই প্রশংসনীয় উদ্যোগকে সফল করার লক্ষ্যে গতকাল একুশে টেলিভিশন কার্যালয়ে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। যাতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে'র অনুষ্ঠান প্রধান আতিকুল হক চৌধুরী, প্লান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড থমাস এসপে, ফিন্যান্স ম্যানেজার আনোয়ার হোসেন শিকদার, ইসকুলের নাট্যকার আনজীর লিটন, অনুষ্ঠান প্রযোজক রিশিতা জাহান ও সাইফুল ইসলাম।

No comments:

Post a Comment