'শুভ বিবাহ' ছবির জন্য প্রচারকার্যে নেমে ব্যর্থ হয়েছেন শাকিব খান। দর্শকরা তার আহ্বানে সাড়া দেননি। গ্রহণ করেননি আমন্ত্রণ। শাকিবের এই ব্যর্থতার সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে দুই নায়ক রিয়াজ-ফেরদৌসের বিদায়। বেশ ক'জন চলচ্চিত্র পরিচালক মত প্রকাশ করছেন দেরি না করে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলচ্চিত্র থেকে বিদায় নেয়া উচিত দর্শক প্রত্যাখ্যাত দুই নায়ক রিয়াজ ও ফেরদৌসের। তাদের যুক্তি, শাকিব খানের চেয়েও অতীতের বড় দুই তারকা রিয়াজ ও ফেরদৌসের ছবি চালানোর জন্য নির্মাতা যখন শাকিব খানের করুণা ভিক্ষা করতে বাধ্য হন এবং চতুর শাকিব খান সিনিয়র দুই নায়কের দুর্গতিতে বিগলিত হয়ে দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে যাওয়ার জন্য পোস্টার করে কাকুতি-মিনতি জানান, তখন রিয়াজ-ফেরদৌসের কি করা উচিত সে প্রসঙ্গে না গিয়ে সবাই অপেক্ষা করতে থাকেন দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য। কারণ, চলচ্চিত্রের কিং খান দর্শকদের আহ্বান জানিয়েছেন রিয়াজ-ফেরদৌসের ছবিটি দেখার জন্য; দর্শক তার কথা না শুনে কি পারে? কিন্তু বাস্তবে দেখা গেল দর্শক সব পারে। গাঁটের পয়সা খরচ করে শাকিবের আহ্বান শোনার মতো বোকামিটা তারা করতে চান না। আর চাইবেনইবা কেন। যে ছবিতে শাকিব নেই, গল্প পছন্দ হয়নি বলে ছবিটি ছেড়ে দিয়েছিলেন সেই ছবিটি শাকিবের কথায় দর্শক দেখতে যাবে এমন ভাবাটা যে কত বড় বোকামি হয়েছে তা পরিচালক দেবাশীষ বিশ্বাস বুঝতে না পারলেও চলচ্চিত্র শিল্প বুঝতে পারছে। বর্তমান চলচ্চিত্রের একমাত্র নায়ক যার অভিনীত ছবি দেখার জন্য দর্শকরা সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েন সেই শাকিব খান যখন শত চেষ্টা করেও রিয়াজ-ফেরদৌস অভিনীত ছবি চালাতে ব্যর্থ হলেন তখন সবাই দুই নায়কের বিদায় ঘণ্টা বাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অবশ্য অন্য একটি মহল 'শুভ বিবাহ' ছবিতে শাকিব খানের প্রচারণায় অংশ নেয়াটাকে চালাকি হিসেবে মনে করছেন। শাকিব রিয়াজ-ফেরদৌসকে পচানো, তারা যে কত বড় ব্যর্থ এসব প্রমাণ করার পাশাপাশি এক সময়ে তার চেয়ে বড় দুই তারকাকে চলচ্চিত্র থেকে বিদায় করার সুযোগটা হাতছাড়া করতে চাননি বলে এমনটি করেছেন বলে তারা অনুমান করছেন। এখন শাকিবের আশপাশে কেউ থাকলো না। তারপরও শাকিব খানের মতো বর্তমানের সেরা তারকার এই ব্যর্থতাকে তারা ছোট করে দেখছেন না। বুঝে হোক আর না বুঝে হোক কিংবা চালাকির কারণেই হোক, শাকিব যেটা করেছেন সেটা ভুল করেছেন। পাশাপাশি ব্যর্থ হয়েছেন সেটা আড়াল করার কোন সুযোগ নেই। এখন রিয়াজ-ফেরদৌস কি করেন সেটাই দেখতে চাইছেন সবাই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment