প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে চলচ্চিত্রের নতুন মুখ তমা মির্জা। আগামী ৭ জানুয়ারি তিনি ব্যাংকক যাচ্ছেন। তার ব্যক্তিগত প্রয়োজন কিংবা বেড়াতে নয়, তিনি ব্যাংকক যাচ্ছেন তার প্রথম ছবি তোমাকে ছাড়া বাঁচাব না'র শুটিং করতে। এমবি মানিকের পরিচালনায় এ ছবিতে তমার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন নিরব ও সাকিব খান। এছাড়া তমা অভিনীত শফিকুল ইসলাম সোহেলের তোমার মাঝে আমি ছবির একটি গানের শুটিং বাকি আছে। তিনি আরও দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গাজী মাহবুবের রাজা সূর্য খাঁ এবং এমএ রহীমের সুন্দরী গুলবাহার ছবি দুটি শিগগিরই শুটিং শুরু হবে। প্রথমবারের মতো
প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে চলচ্চিত্রের নতুন মুখ তমা মির্জা। আগামী ৭ জানুয়ারি তিনি ব্যাংকক যাচ্ছেন। তার ব্যক্তিগত প্রয়োজন কিংবা বেড়াতে নয়, তিনি ব্যাংকক যাচ্ছেন তার প্রথম ছবি তোমাকে ছাড়া বাঁচাব না'র শুটিং করতে। এমবি মানিকের পরিচালনায় এ ছবিতে তমার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন নিরব ও সাকিব খান। এছাড়া তমা অভিনীত শফিকুল ইসলাম সোহেলের তোমার মাঝে আমি ছবির একটি গানের শুটিং বাকি আছে। তিনি আরও দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গাজী মাহবুবের রাজা সূর্য খাঁ এবং এমএ রহীমের সুন্দরী গুলবাহার ছবি দুটি শিগগিরই শুটিং শুরু হবে।
Labels:
New Heroine,
Toma Mirza
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment