অভিযুক্ত ছবির দুই নায়িকা শাকিবা ও নদীর সঙ্গে পূর্ণিমাকে এক কাতারে নিয়ে এসেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। বন্ধন বাণীচিত্রের প্রযোজনায় নির্মিতব্য সোহানের 'এই মন চায় তোমাকে' ছবিতে পূর্ণিমা, শাকিবা এবং নদীকে একসঙ্গে দেখা যাবে। ছবির নায়ক শাকিব খান। শফিকুল ইসলাম প্রযোজিত এই ছবির শুটিং সহসাই শুরু হবে। একটা সময় শাকিব খানের অনেকগুলো ছবির নায়িকা ছিলেন নদী ও শাকিবা। সেই সময়টা অবশ্য এখন আর নেই। তারপরও সোহানুর রহমান সোহানের মতো পরিচালকের এই উদ্যোগ নদী ও শাকিবার সঙ্গে শাকিব খানকে নস্টালজিয়ায় আক্রান্ত করলেও পূর্ণিমা কিভাবে নিজেকে মানিয়ে নেবেন এমন প্রশ্নও কেউ কেউ করছেন। প্রশ্নকারীদের যুক্তি, পূর্ণিমার সঙ্গে নদী-শাকিবার ইমেজের যে ব্যবধান সেটাকে ঘুচাতে সোহানুর রহমান সোহানের বেশ কষ্ট হবে। তবে শাকিব খানের নায়িকা হিসেবে এক কাতারে পূর্ণিমা, নদী ও শাকিবাকে দাঁড় করিয়ে সোহান যদি সফল হন তাহলে চলচ্চিত্রের বর্তমান নায়িকা সঙ্কট কিছুটা হলেও কাটবে বলে সবাই মনে করছেন।এক কাতারে পূর্ণিমা, শাকিবা ও নদী
অভিযুক্ত ছবির দুই নায়িকা শাকিবা ও নদীর সঙ্গে পূর্ণিমাকে এক কাতারে নিয়ে এসেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। বন্ধন বাণীচিত্রের প্রযোজনায় নির্মিতব্য সোহানের 'এই মন চায় তোমাকে' ছবিতে পূর্ণিমা, শাকিবা এবং নদীকে একসঙ্গে দেখা যাবে। ছবির নায়ক শাকিব খান। শফিকুল ইসলাম প্রযোজিত এই ছবির শুটিং সহসাই শুরু হবে। একটা সময় শাকিব খানের অনেকগুলো ছবির নায়িকা ছিলেন নদী ও শাকিবা। সেই সময়টা অবশ্য এখন আর নেই। তারপরও সোহানুর রহমান সোহানের মতো পরিচালকের এই উদ্যোগ নদী ও শাকিবার সঙ্গে শাকিব খানকে নস্টালজিয়ায় আক্রান্ত করলেও পূর্ণিমা কিভাবে নিজেকে মানিয়ে নেবেন এমন প্রশ্নও কেউ কেউ করছেন। প্রশ্নকারীদের যুক্তি, পূর্ণিমার সঙ্গে নদী-শাকিবার ইমেজের যে ব্যবধান সেটাকে ঘুচাতে সোহানুর রহমান সোহানের বেশ কষ্ট হবে। তবে শাকিব খানের নায়িকা হিসেবে এক কাতারে পূর্ণিমা, নদী ও শাকিবাকে দাঁড় করিয়ে সোহান যদি সফল হন তাহলে চলচ্চিত্রের বর্তমান নায়িকা সঙ্কট কিছুটা হলেও কাটবে বলে সবাই মনে করছেন।
Labels:
Upcoming Film,
এই মন চায় তোমাকে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment